Swastika Mukherjee Instagram – MATRI RUPENA
After his wife’s demise , @abhishekcreation decided never to marry again but simultaneously he could not toss out the dream of becoming a father. ‘I wanted to fulfil my dream of becoming a father through surrogacy’- said Abhishek in an interview with Times of India published on 17-June-2022.
Despite the insurmountable barriers and ignominy posed by the society, he has fulfilled his dream and today he is a proud father & mother of twin duo, Aabahon & Adhyayan.
Through Abhishek’s story @jalsaghar_calcutta upholds the sense of motherliness and motherly feelings present in all beings in the form of the Devi, the Mother Divine. We pay homage to that invisible Eternal Shakti Who in All Beings is Abiding in the Form of Mother and regulating our actions and feelings.
মাতৃরূপেণ
সন্তানসম্ভবা স্ত্রীর মৃত্যুর পর অভিষেক @abhishekcreation ঠিক করে নিয়েছিল আর বিয়ে করবে না কিন্তু একইসঙ্গে বাবা হবার স্বপ্নটাও মন থেকে ঝেড়ে ফেলে দেয়নি। কারণ গর্ভের পুত্র সন্তান তখন ছিল আট মাসের। ‘আমি Surrogacy-র মাধ্যমে পিতৃত্বের স্বাদ অনুভব করে নিজের স্বপ্নপূরণ করবই।’- এটা অভিষেক ২০২২ সালের ১৭ই জুন Times of India-র একটা সাক্ষাতকারে বলেছিল।
সমাজের অনেকরকম বাধা, অসম্মান, বিভ্রান্তিকর প্রশ্নের মুখোমুখি হবে জেনেও নিজের বিশ্বাসে অটুট থেকে ও ‘সমাজ কী বলবে’ না ভেবে, সন্তান স্নেহের অমোঘ টানে আজ সে নিজের স্বপ্নপূরণ করে দুই যমজ সন্তানের গর্বিত পিতা ও ‘মাতা’। তার ছোট্ট দুই পুত্র আবাহন ও অধ্যয়ন।
অভিষেকের এই ইচ্ছাপূরণের গল্পের মাধ্যমে @jalsaghar_calcutta উপস্থাপন করেছে পুরুষের মধ্যেও মাতৃত্বের অনুভূতি বর্তমান। আমরা শ্রদ্ধা জানাচ্ছি সেই অদৃশ্য চিরন্তন শক্তিকে যিনি মাতৃরূপে বিরাজ করে সমস্ত ক্রিয়া ও অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করছেন।
Creative Direction : @sarkardebarshi19
Videography : @parikshitmayur.clicks @j.chakrabarty
Playback Voice : @shiladityabanerji
Editing :@pijush_mondal_photography
For @jalsaghar_calcutta | Posted on 10/Oct/2023 18:50:31