Swastika Mukherjee Instagram – Baba, happy happy birthday ❤️❤️
যেখানেই থাকো পরের জন্মে আমার বাবা হয়েই এসো কিন্তু। তোমার কথা রোজ মনে পরে, অবশ্য পরার কিছু নেই তুমি আমার মনেই থাকো সর্বক্ষণ। তোমার ফেলে যাওয়া আসবাবপত্র, তোমার চশমা, বই পত্তর, জামাকাপড় সব যেমন ছিল তেমনি আছে। গুছিয়ে রেখেছি। খালি মনে হয় কখনও যদি ফিরে আসো আর কিছু খুঁজে না পাও, যদি ভাবো তোমায় ভুলে গেছি, তোমার কোনো চিহ্ন নেই আর, ওই ভয়ে সব যত্ন করে আগলে রাখি।
আগে মরে যাওয়ার কথা ভাবলে ভয় হত, এখন আর হয়না, ভাবি মরে গেলে আবার তোমাকে আর মা কে দেখতে পাব।
আগে তুমি প্রায়সই স্বপ্নে আসতে, অনেক কাল আর আসো না। একদিন এসো বাবা, তোমায় অনেকদিন দেখিনি। তোমার পরা জামাগুলো থেকে ঘামের গন্ধ টা মুছে গেছে, তাই তোমার প্রিয় পারফিউম গুলো মাঝেমাঝে মাখি, মনে হয় এই বুঝি তুমি বাড়ি ফিরলে, এই বুঝি আমায় ডাকবে। তোমার মতন করে কেউ আমায় ডাকেনা।
কত ঘ্যানঘ্যান জমে আছে, তাড়াতাড়ি দেখা করো।
তোমার গায়ে পরে থাকব, অনেক গল্প করব। এক হাজার কথা জমে আছে।
.
13th January, 2024. Baba turns 73, in this world and that. | Posted on 14/Jan/2024 01:38:23
Home Actress Swastika Mukherjee HD Instagram Photos and Wallpapers January 2024 Swastika Mukherjee Instagram - Baba, happy happy birthday ❤️❤️
যেখানেই থাকো পরের জন্মে আমার বাবা হয়েই এসো কিন্তু। তোমার কথা রোজ মনে পরে, অবশ্য পরার কিছু নেই তুমি আমার মনেই থাকো সর্বক্ষণ। তোমার ফেলে যাওয়া আসবাবপত্র, তোমার চশমা, বই পত্তর, জামাকাপড় সব যেমন ছিল তেমনি আছে। গুছিয়ে রেখেছি। খালি মনে হয় কখনও যদি ফিরে আসো আর কিছু খুঁজে না পাও, যদি ভাবো তোমায় ভুলে গেছি, তোমার কোনো চিহ্ন নেই আর, ওই ভয়ে সব যত্ন করে আগলে রাখি।
আগে মরে যাওয়ার কথা ভাবলে ভয় হত, এখন আর হয়না, ভাবি মরে গেলে আবার তোমাকে আর মা কে দেখতে পাব।
আগে তুমি প্রায়সই স্বপ্নে আসতে, অনেক কাল আর আসো না। একদিন এসো বাবা, তোমায় অনেকদিন দেখিনি। তোমার পরা জামাগুলো থেকে ঘামের গন্ধ টা মুছে গেছে, তাই তোমার প্রিয় পারফিউম গুলো মাঝেমাঝে মাখি, মনে হয় এই বুঝি তুমি বাড়ি ফিরলে, এই বুঝি আমায় ডাকবে। তোমার মতন করে কেউ আমায় ডাকেনা।
কত ঘ্যানঘ্যান জমে আছে, তাড়াতাড়ি দেখা করো।
তোমার গায়ে পরে থাকব, অনেক গল্প করব। এক হাজার কথা জমে আছে।
.
13th January, 2024. Baba turns 73, in this world and that.
Swastika Mukherjee Instagram – Baba, happy happy birthday ❤️❤️ যেখানেই থাকো পরের জন্মে আমার বাবা হয়েই এসো কিন্তু। তোমার কথা রোজ মনে পরে, অবশ্য পরার কিছু নেই তুমি আমার মনেই থাকো সর্বক্ষণ। তোমার ফেলে যাওয়া আসবাবপত্র, তোমার চশমা, বই পত্তর, জামাকাপড় সব যেমন ছিল তেমনি আছে। গুছিয়ে রেখেছি। খালি মনে হয় কখনও যদি ফিরে আসো আর কিছু খুঁজে না পাও, যদি ভাবো তোমায় ভুলে গেছি, তোমার কোনো চিহ্ন নেই আর, ওই ভয়ে সব যত্ন করে আগলে রাখি। আগে মরে যাওয়ার কথা ভাবলে ভয় হত, এখন আর হয়না, ভাবি মরে গেলে আবার তোমাকে আর মা কে দেখতে পাব। আগে তুমি প্রায়সই স্বপ্নে আসতে, অনেক কাল আর আসো না। একদিন এসো বাবা, তোমায় অনেকদিন দেখিনি। তোমার পরা জামাগুলো থেকে ঘামের গন্ধ টা মুছে গেছে, তাই তোমার প্রিয় পারফিউম গুলো মাঝেমাঝে মাখি, মনে হয় এই বুঝি তুমি বাড়ি ফিরলে, এই বুঝি আমায় ডাকবে। তোমার মতন করে কেউ আমায় ডাকেনা। কত ঘ্যানঘ্যান জমে আছে, তাড়াতাড়ি দেখা করো। তোমার গায়ে পরে থাকব, অনেক গল্প করব। এক হাজার কথা জমে আছে। . 13th January, 2024. Baba turns 73, in this world and that.

Check out the latest gallery of Swastika Mukherjee



