Ankush Hazra Instagram – একটা নামি পত্রিকা। সেখান থেকে কারুর কোনো লেখা বা বক্তব্য বেরোলে সেটা নিয়ে মানুষের মত বা দ্বিমত থাকলেও একটা জিনিষ সকলেই আশা করে সেটা হলো সৌজন্যশীলতা। এই দেবর্ষি বন্দ্যোপাধ্যায় মানুষটি সেই সব সীমা টাই লঙ্ঘন করে গেলেন।
রিভিউর প্রথম অভিযোগই শুরু হয় যে কলকাতার মতো শহরে নাকি কোনদিন সিরিয়াল কিলিং হয়নি, এখানে নাকি কোন আন্ডারওয়ার্ল্ডের অস্তিত্ব নেই; বলা বাহুল্য তিনি কোনদিন স্টোনম্যানের কিসসা বা কলকাতার কুখ্যাত আফতাব আনসারী অথবা _সাট্টা কিং_ আকবরের নাম শোনেননি ।
রিভিউ শিরোনামে গরিবদের পাঠান শব্দটি দেখেই বোঝা যায় যে এটির রচনাই হয়েছে শুধুমাত্র attack করার স্বার্থে, constructive criticism করবার মতো সমর্থ্য অবশ্য মধ্য মেধার এরকম কিছু লোকজনের থাকে না। যদিও তিনি গোটা রিভিউতেই সত্যজিৎ রায় ইত্যাদি কে অপ্রাসঙ্গিকভাবে টেনে নিজে চিদানন্দ দাশগুপ্তর স্ট্র্যাচারে ওঠার ব্যর্থ চেষ্টা করেছেন
দেবর্ষির review ও contradiction এ ভর্তি। কখনো তিনি খুবই সচেতন যে কোনো বিশেষ সম্প্রদায়ের ব্যক্তিদের এই ফিল্মে আঘাত করা হচ্ছে, যদিও এই ছবির নায়ক সেই সম্প্রদায়ের ও গল্প অনুযায়ী পরের পর্বের ভিলেইন যিনি তিনি অন্য সম্প্রদায়ের। (তাও তার এই concernকে সাধুবাদ জানানো উচিৎ। ) কিন্তু আবার ওই একই যায়গায় ঐন্দ্রিলার action scene দেখে তাকে _মহিলা ব্রুস লি_ বলে ব্যঙ্গ করা বা কৌশিক গাঙ্গুলীর জোব্বার কস্টিউম দেখে সেটাকে নিয়ে নিম্ন শ্রেণীর মন্তব্য করার সময় তার এই জাগ্রত বিবেক একটু কম দেখা গেলো। সব সম্প্রদায়ের হয়ে কথা বলতে গিয়ে উনি কি নিজেই এলিটের চোখে ফিল্মটা দেখে বসলেন?
_গরিবের জাওয়ান পাঠান_ বলে কটাক্ষ করে, দেবর্ষি ভাবেন যে তিনি চমৎকার কোন এক মন্তব্য করে ফেললেন । এমনকি ফিল্মের কিছু দৃশ্য দেখে তার হাসিও চাপতে ইচ্ছে করছিল । তার মতন এরকম high ego and shallow understanding র ব্যক্তিদের এটা বোঝানো কঠিন যে ভারতবর্ষের কমার্শিয়াল ছবির একটি prevalent ঘরানা আছে। এবং সেই ঘরানাতেই এই ছবিটিও নির্মিত। উনি কি কোনোভাবে মির্জার সিনেমা হলে parallel cinema র aesthetic manifestation expect করে গিয়েছিলেন? তাই কি এত নিরাশ হয়ে হল থেকে বেরিয়েছেন? কারন আমাদের অন্তত মনে পড়ে না যে আমরা কোনদিনই তথাকথিত উচ্চ মাপের জ্ঞানদীপ্ত কোনো art film হিসেবে Mirza কে portray করেছি। তাও কেন এত কুরুচি সম্পন্ন মন্তব্য করে বসলেন শ্রী দেবর্ষি সেটা নিয়ে হথচকিত হই….
তবে যাই হোক বড়লোকের #Jawan ba #pathan এর তকমা নিতে আসিনি গরিবের Ankush Hazra তকমা টা আমার কাছে অনেক বেশি গর্বের। 🙏🙏❤️ | Posted on 15/Apr/2024 23:40:06