Ankush Hazra

Ankush Hazra Instagram – কাল গেছিলাম Inox South City তে দর্শক বন্ধুদের সাথে দেখা করতে। প্রথমত একটা Mass commercial cinemar জন্যে মাল্টিপ্লেক্স হাউজফুল দেখেও ভালো লাগে। কিন্তু আরও ভালো লাগার বিষয় টা হলো ১৮ থেকে ৮০ সবরকম দর্শক পেলাম সেইদিন । বড়দের কাছ থেকে অনেক আশীর্বাদ পেলাম। একজন প্রায় ৬৫ বছরের মহিলা বললেন “আমার মারপিট দেখতে হেব্বি লাগে তোমরা এইধরনের ছবি আর বানাওনা কেনো বলোতো? ” 😃
পার্ট ২ বানানোর অনুরোধটিও রাখলেন। এইটুকুই বলার আপনারা এইভাবে পাশে থাকলে আমরা লড়ে যাওয়ার সাহস পাবো। আজ অর্ধেক বিলুপ্ত হয়ে যাওয়া একটি GENRE কে বাংলা তে ফিরিয়ে আনার আমাদের এই চেষ্টা কে সমর্থন করার জন্যে অসংখ্য ধন্যবাদ। আমার ঘরে কত কোটি টাকা ঢুকবে সেই মানুসিকতা নিয়ে #MIRZA বানাইনি , বানিয়েছিলাম বাংলা কমার্শিয়াল সিনেমার প্রতি মানুষের ভরসা ফিরিয়ে আনার জন্যে। গর্ব করে বলতে পারি আমরা সফল। ❤️🙏 ।

কি তাই তো? | Posted on 15/Apr/2024 18:26:20

Ankush Hazra
Ankush Hazra

Check out the latest gallery of Ankush Hazra 49