Rafiath Rashid Mithila Instagram – প্রকৃত জল খুঁজে বেড়াই
জলজ বৃক্ষের মতো
শয়নকক্ষে জড়িয়ে থাকা ওতপ্রোত।
জানলা তুমি আকাশ দেখাও
আমরা কজন অথবা একাও
জানলা তুমি আকাশ দেখাও
ঘুম ফুরাবার স্বপ্ন দেখাও
নীলের ভেতর নীল তার চেয়ে নীল
চিত্রকল্পের ডানা মেলা চিল।
প্রকৃত জল খুঁজে বেড়াই, প্রহরীর মতো
চোখে নিয়ে পাখি না হবার ক্ষত
গাংচিল তুমি ধ্রুবক শেখাও
আমরা কজন অথবা একাও
তারচেয়ে ভালো গত জন্মের ঘুম
শালিখ কুড়িয়ে কাটে এই মৌসুম।
– রাজীব আশরাফ | Posted on 02/Sep/2023 17:35:30