Neelanjona Neela Instagram – সর্বশেষ আপডেট অনুযায়ী শ্যামাকাব্য’র হল লিস্ট এবং শো টাইম:
স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি শপিং মল
প্রথম শো বিকেল ৪ঃ২০ মিনিটে
দ্বিতীয় শো সন্ধ্যা ৭ঃ২০ মিনিটে
স্টার সিনেপ্লেক্স “সনি স্কয়ার” মিরপুর
বিকেল ৫ঃ০০ টায়।
লায়ন সিনেমা কেরানীগঞ্জে প্রতিদিন থাকছে শ্যামাকাব্যের দুইটি করে শো।
প্রথম শো- বিকেল ৫:৪০ মিনিটে
এবং দ্বিতীয় শো- রাত ০৮:২০ মিনিটে।
“ব্লকবাস্টার সিনেমাস” যমুনা ফিউচার পার্কে প্রতিদিন শ্যামাকাব্য’র দুইটি করে শো অনুষ্ঠিত হবে।
প্রথম শো – দুপুর ২:১০ মিনিটে
দ্বিতীয় শো- বিকেল ৪:৪৫ মিনিটে।
বি:দ্র: বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সের ওয়েব সাইট এখনো আপডেট না করলেও আমাদের নিশ্চিত করা হয়েছে যে, কোয়ালিটি প্রজেকশনের জন্য শ্যামাকাব্য হল-৩ এর পরিবর্তে হল -১ এ দেখানো হবে।
উল্লেখ্য “শ্যামাকাব্য” সিনেমাটির নতুন সংযোজিত সিনেমা হল লিস্ট এবং সময়সূচী প্রতিদিন নিয়মিত জানিয়ে দেয়া হবে।
দলে বলে হলে গিয়ে “শ্যামাকাব্য” উপভোগ করুণ আপনার পরিবার এবং প্রিয় মানুষদের সঙ্গে নিয়ে । | Posted on 04/May/2024 14:17:53