Home Actress Runa Khan HD Instagram Photos and Wallpapers May 2024 Runa Khan Instagram - আমার সকল আনন্দ.. সকল কষ্ট .. কভু এমন করে পড়েনি কারোর চোখে.. সদা যেমন করে বেজেছে তোমার প্রাণে..! শুভ কাগজ-কলম দিবস মা ❤️

Runa Khan Instagram – আমার সকল আনন্দ.. সকল কষ্ট .. কভু এমন করে পড়েনি কারোর চোখে.. সদা যেমন করে বেজেছে তোমার প্রাণে..! শুভ কাগজ-কলম দিবস মা ❤️

Runa Khan Instagram - আমার সকল আনন্দ.. সকল কষ্ট .. কভু এমন করে পড়েনি কারোর চোখে.. সদা যেমন করে বেজেছে তোমার প্রাণে..! শুভ কাগজ-কলম দিবস মা ❤️

Runa Khan Instagram – আমার সকল আনন্দ.. সকল কষ্ট ..
কভু এমন করে পড়েনি কারোর চোখে..

সদা যেমন করে বেজেছে তোমার প্রাণে..!

শুভ কাগজ-কলম দিবস মা ❤️ | Posted on 02/Apr/2024 23:45:57

Runa Khan Instagram – শুভ নববর্ষ..❤️

#runakhan
Runa Khan Instagram – সেদিন এক এওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছিলেন – “পাবলিক এর নেতিবাচক কমেন্ট আপনার উপর কোন প্রতিক্রিয়া তৈরি করে কিনা ?”

ভাই আপনাদেরকে একটা সত্যি কথা বলি..
৪০ এ এসে আমার নব জন্ম হয়েছে..!

নীচে যে ছবি-ভিডিও পোস্ট করবো, এই ছবির ভালোবাসা শুধু গত এক-দেড় মাসে আমার কাছে এসে পৌঁছেছে..
যাঁরা পাঠিয়েছেন তাঁরা বেশীরভাগই নারী উদ্যোক্তা..
এবং তারা কেউই আমার পূর্বপরিচিত নন..
আমি দেশী শাড়ী ভালোবাসি বলে তারা নিজেদের তৈরি জামদানী,মসলিন,মণিপুরি,সুতি,দেশী গহনা,ব্যাগ,টিপ ভালোবেসে আমাকে পরানোর জন্য পাঠিয়েছেন..
একেকটা ১২ হাতের শাড়ীতে যে পরিমাণ ভালোবাসা আমার জন্য জড়ানো থাকে, তা ১২ কোটি কটু মন্তব্য ধুয়ে দিতে পারে..!

আবার, আজ সকালেই বাড়ী এলো দেশের রাষ্ট্রপতির আমন্ত্রণ পত্র..

দেশের মাননীয় রাষ্ট্রপতি,মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আজীবন স্বাধীনতা দিবস-বিজয় দিবসে সম্মানিত রাষ্ট্রীয় অতিথি হিসেবে আমার বাড়ী আমন্ত্রণ পত্র আসবে..
এটা আমি কর্মগুণে অর্জন করেছি..!

স্বপ্নবাজ উদ্যোগী মানুষেরা (নারী-পুরুষ নির্বিশেষে) আমাকে তাদের মেধা-শ্রম-ভালোবাসায় তৈরি পণ্য দিয়ে সাজাবার জন্য যে ভালোবাসাপূর্ন উপহারসামগ্রী আমার বাড়ী পাঠান..
সেটাও আমি কর্মগুণে অর্জন করেছি..!!

(ইনবক্স এর স্ক্রিন-শট দেয়াতে বিশ্বাসী নই বলে, গত ১ বছরে পৃথিবীর নানা প্রান্তের বাঙালীদের কাছ থেকে যে পরিমান ভালোবাসা-মুগ্ধতা-প্রশংসাবার্তা..
এবং আমি-আমার কথা-আমার জীবনদর্শন-বিশ্বাস কিরকম ইতিবাচক ভাবে বদলে দিয়েছে তাদের জীবন তার স্ক্রিনশট দেবো না..😊
সেসব দেখলে পরশ্রীকাতরদের দল মরেই যাবেন..🤡)

এই ৪১ বছরের জীবনে, শুধুমাত্র আমার কর্মগুণে অর্জিত সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান,এত সৃজনশীল মানুষের ভালোবাসা,শান্তিপূর্ণ-প্রেমময় ব্যক্তিজীবন..
এত এত প্রাপ্তির মাঝে…
সীমাবদ্ধ-মানসিকতার পরশ্রীকাতর লোকদের (সে তিনি যেই হোন না কেনো) মানহীন মন্তব্যে আমার কিসসুটি আসে যায় না..😸

ঈর্ষা দেখে সময় নষ্ট করবার মত সময় আমার হাতে নেই..!

নাক-অবধি ভালোবাসায় ডুবিয়ে রেখেছে আমাকে, আমার প্রিয়জনরা..
ভালোবাসায় ডুবছি-ভাসছি..
জীবনে সময় বড়ই কম, বাকী সময়টুকু কর্মে আর ভালোবাসায় কাটাতে চাই.. ❤️

#runakhan

Check out the latest gallery of Runa Khan