Runa Khan Instagram – #জাতীয়_চলচ্চিত্র_পুরস্কার
#অভিনয়ক্ষেত্রে_সর্বোচ্চ_রাষ্ট্রীয়_স্বীকৃতি
আন্তরিক কৃতজ্ঞতা আমার পরিচালক তৌকীর আহমেদ এবং হালদা টিমের প্রতিটি সদস্যের প্রতি ..
সেই সাথে আমার অভিনয় জীবনের শুরু থেকে আজ অবধি সকল সহকর্মী,সহশিল্পী,নাগরিক নাট্য সম্প্রদায়,সাংবাদিক বন্ধুরা,পরিবার,আম্মা-আব্বু,বন্ধু-স্বজন,দর্শক-ভক্ত সকলের প্রতি যারা আমার প্রতি-আমার কাজের প্রতি ভালোবাসা দেখিয়েছেন..
দুজন মানুষের নাম স্পষ্ট করে উল্লেখ করতে চাই রনি মিয়া,যুবরাজ মামা..
(কেনো তা আমার কাছেই থাকুক)
আমার রাজেশ্বরী যখন বড় হয়ে জানবে ,তার মা কুপি বাতিওয়ালা অজ পাড়াঁ-গাঁয়ে জন্মে, ধান ক্ষেতের আইল ধরে হেঁটে স্কুলে যাওয়া ছোট শহরে বড় হয়ে,
এই বিশাল ঢাকা শহরে একলা এসে অর্থ-অন্ন-বাসস্থান সকল সংকটের সাথে যুদ্ধ করেও অভিনয়ের পথে হেঁটে চলেছে,
এবং একদম একলা-একলা গুটি-গুটি পায়ে হাঁটতে-হাঁটতে দেশের প্রধান-মন্ত্রী পর্যন্ত পৌঁছে গেছে..হয়তো আমার রাজেশ্বরী ভালো বোধ করবে। অভিনয় জীবনের বাইরেও,আমার খুব আরামদায়ক একটা ব্যক্তিজীবন আছে।
অবিশ্বাস্য রকম আরামদায়ক জীবনটা যে মানুষটি আমাকে দিয়েছে তার নাম এষণ ওয়াহিদ।
এই পুরস্কারটি আমি তাকে উৎসর্গ করলাম।
(আমার কর্মজীবনের অর্জিত সর্বোচ্চ সম্মাননা দিয়ে,ব্যক্তিজীবনের সবচেয়ে সুন্দর-গুরুত্বপূর্ণ মানুষটিকে সম্মান জানালাম)
ধন্যবাদ-কৃতজ্ঞতা-ভালোবাসা সকলের প্রতি আবারও..
আমৃত্যু অভিনয়ের সাথে যাতে থাকতে পারি এই দোয়াটুকুই করবেন সকলে।
সকলের মঙ্গল হোক ❤️ | Posted on 09/Dec/2019 01:29:56