Runa Khan

Runa Khan Instagram – তাঁদের কন্ঠ শোনবার একটা ব্যবস্থা ছিলো..
একজনের খালি গলায় একটা গান-গীতও শুনতে পেলাম..
একসময় খেয়াল করলাম জুতো খুলে খালি পায়ে দাঁড়িয়ে তাঁদের কথা শুনছি..
ঔটুকুনই এই অভাজনের সাধ্য তাঁদেরকে সম্মান জানানোর..
মুক্তিযুদ্ধের ১২ বছর পর আমার জন্ম, মুক্তিযুদ্ধের সময়টা শুধু আব্বুর কাছে শুনেছি,পড়েছি..আর একটু অনুভব করবার চেষ্টা করে যাচ্ছি মাত্র..
তাতেই দেশ-মুক্তিযোদ্ধা-বীরাঙ্গনা আমার মনে খালি পায়ে দাঁড়িয়ে সম্মান জানানোর জায়গায় থাকে সবসময়..
তাঁদের স্থান সর্বদা আমার মাথার উপরে..!

অথচ এই বীরাঙ্গনাদের অনেকেই নাকি এদেশে বাড়ীভাড়া পায়নি তাঁরা বীরাঙ্গনা বলে..!
অনেকেই দুটো ভাতের জন্য অন্যের বাড়ীতে খেটেছে চাকরানী..!

আহারে আমার দেশ..
আহারে আমার দেশ উপহার দেওয়া মায়েরা..!

@mashruk.ahmed কি শব্দ-বাক্যে আপনাকে ধন্যবাদ জানাবো, সে আমার জানা নেই..
শুধু অনুরোধ রইলো এতদুর এসেছেন, সারাদেশের ১০-২৫ বছর বয়সীদের কাছে পৌঁছে যান..
ঔটুকুনই হয়তোবা বীরাঙ্গনা-যোদ্ধাদের মনে একটু আরাম দিবে..
বীরাঙ্গনাদের ত্যাগ-আদর্শ-বিশ্বাস প্রজন্ম থেকে প্রজন্মের মনে থাকুক..!

কিউরেটর- @rahmanasmrezaur

ধন্যবাদ @durjoybangladeshfoundation

যুদ্ধ এখনো শেষ হয়নি..!
Exhibition: The War Is Not Over Yet | Posted on 27/Jun/2024 11:44:03

Runa Khan
Runa Khan

Check out the latest gallery of Runa Khan