Sohini Sarkar

Sohini Sarkar Instagram – #আমরাতিলোত্তমা
#WeAreTilottama

আমরা বিচার চাই। আমরা এই জঘন্যতম অপরাধের বিচার চাই।

কিন্তু কার কাছে চাইবো এবং কোন পদ্ধতিতে চাইবো?? আমরা সাধারণ ছাপোষা মানুষ, তাই আমরা শুধু চিৎকার করেছি, নইলে চুপ করে থেকেছি।

আমাদের দাবী :

১) সি.বি.আই -কে আর.জি.কর -এর স্বৈরাচার ও দুর্নীতির মূল ধারক-বাহক এবং তাদের বাকি সঙ্গীদের গ্রেপ্তার করতে হবে। ঘটনার সময়ের দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল সন্দীপ ঘোষের দায়িত্বহীনতা এবং সেই সময়ে ঘটনাস্থলে evidence tampering -এর জন্য তাকে ও বাকি দোষীদের অবিলম্বে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ধর্ষণ ও খুনের নিরপেক্ষ ও দ্রুত বিচার করতে হবে এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।

২) শুধুমাত্র স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে নয়, সমস্ত সরকারী দফতরের সিন্ডিকেটরাজ সমূলে উপড়ে ফেলতে হবে।

৩) দিনে ও রাতে যে কোন সময়ে , গণপরিসরে নারী ও প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের চলাচলের সুরক্ষা ও সমান অধিকার চাই।

৪) নিয়ন্ত্রণ নয়, নজরদারি নয়, কর্মক্ষেত্র ও সামাজিক ক্ষেত্রে নারী ও প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের সমমর্যাদা চাই।

৫) স্কুলপাঠ্যে লিঙ্গ-সাম্যর ( Gender Equality ) এবং মানবাধিকার ( Human Rights) বিষয়গুলিকে আবশ্যক করতে হবে।

৬) প্রত্যেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আই.সি.সি. ( Internal Complaints Committee) ও স্থানীয় এলাকায় এল.সি.সি. ( Local Complaints Committee) করতে হবে এবং তা নিরপেক্ষ ও স্বচ্ছ রাখতে হবে।

৭) রাজ্যে সর্বত্র সুলভ শৌচাগার ও সুরক্ষিত গণ-পরিবহন ব্যবস্থা চালু রাখতে হবে 24 ঘন্টা।

৮) রাতে হাসপাতাল থেকে শুরু করে সমস্ত কর্মক্ষেত্রে নারী ও প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের জন্য সুরক্ষিত বিশ্রামাগার চাই।

৯) Fast-track কোর্টের মাধ্যমে অমীমাংসিত ধর্ষণ ও যৌন হেনস্থার কেসগুলির অতি দ্রুত মীমাংসা করতে হবে।

১০) ‘ভিকটিম ব্লেমিং’ কাকে বলে, স্পষ্ট করে জানাতে হবে ও সেটিকে আইনের আওতায় আনতে হবে।

১১) সর্বোপরি, জুনিয়র ডাক্তারদের দাবী নি:র্শতভাবে মানতে হবে।

পথই পথ বাতলে দেবে।

সহমত হলে শুধুমাত্র নিজের নাম দিয়ে পোস্ট করুন।

সহনাগরিক

সোহিনী সরকার

#AmraTilottama
#WeAreTilottama
#আমরাতিলোত্তমা | Posted on 24/Aug/2024 23:01:10

Sohini Sarkar
Sohini Sarkar

Check out the latest gallery of Sohini Sarkar