@mehazabien on why it was so important to bring SABA to #TIFF24
ফেনী-নোয়াখালী এবং নিকটস্থ বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হাসি ফাউন্ডেশন। এমন আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় আপনাদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আজ রাতই আমাদের টীম নোয়াখালী অভিমুখে যাত্রা করবে। আপনার সহযোগিতা পাঠাতে পারবেন নিম্নোক্ত মাধ্যমগুলোতে : বিকাশ/নগদ : 01789780918 (পার্সোনাল) ব্যাংক : A/C : 0591120123826 Al Arafah Islami Bank Manda Brunch, Dhaka Saad Ahmad
আমার অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাবা’ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ( @tiff_net ) অফিশিয়ালি নির্বাচিত হয়েছে! ০৭’ই সেপ্টেম্বর প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হবে ‘সাবা’। অনেক অনেক শুভেচ্ছা জানাই পরিচালক @maksud.hossain ও গোটা টিমকে। আমার প্রথম সিনেমায় আমি চেয়েছিলাম এমন একটা চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে যা অডিয়েন্স কে অন্তত অল্প কিছু সময়ের জন্য হলেও ভাবায় এবং অবশ্যই যেই চরিত্র দেশীয় ও আন্তর্জাতিক দুই পরিসরের দর্শকের সাথেই মেলবন্ধন তৈরি করে।আমি সৌভাগ্যবান, যে আমার সেই চেষ্টা, সেই ইচ্ছা বাস্তবে রূপ পেয়েছে। কানাডায় অবস্থানরত আমার সকল ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের জানাতে চাই, আমার টিমের সাথে ‘সাবা’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখার সুযোগ আপনারাই সর্বপ্রথম পেতে যাচ্ছেন।আশা করছি নিজের দেশের সিনেমা আন্তর্জাতিক ফেস্টিভালে দেখার অনুভূতি আপনাদের উপস্থিতির কারণে দ্বিগুণ হয়ে যাবে। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.tiff.net/events/saba