Swastika Mukherjee

Swastika Mukherjee Instagram – গতকাল এস এস কে এম গেছিলাম, মাস কনভেনশন এ, কলকাতার সবচেয়ে বড় সিনিয়র ডক্টর, জুনিয়র ডক্টর রা কথা বললেন, কী দৃঢ়, বলিষ্ঠ তাদের কণ্ঠ, শুনলেও মনে হয়, না সুদিন ঠিক আসবে, এত মানুষের ক্রন্দন বিফলে যাবে না।
সেখান থেকে বেরিয়ে গেলাম যাদবপুর ৮বি।
কে পি সি ডক্টর রা রাস্তায় নেমেছিলেন তাদের সঙ্গে পা মেলাতে।
যাদবপুর পি এস এর সামনে অবস্থান হলো, তাদের সঙ্গে বসলাম। সঙ্গে ছিলেন সুদিপ্তা চক্রবর্তী আর সৌম্য ব্যানার্জি।
অনেক সন্ধ্যায় কোমর টা কাহিল হয়ে পড়ায় বাড়ি ফিরলাম।
সাউথ সিটির পাশ থেকে একটা রিকশা নিলাম, আমি আর সৌম্য। খুব জ্যাম বলে যেতে না চেয়ে তারপর মুখ চিনে কী ভাগ্যি দাদা আমাদের নিয়ে রওনা দিলেন। সৌম্য আগে নেমে গেলো তারপর আমি চালক এর সঙ্গে গল্প করতে করতে বাড়ি ফিরলাম।
কত ভাড়া হল জিজেস করতে সে কিছুই বলে না।
পার্স এ যা খুচরো ছিল সব টাই দিয়ে বললাম দাদা আপনার মতন করে প্রতিবাদ এর সঙ্গে থাকবেন।
কতদিন পর রিকশা চড়লাম। আমার ব্যাচ টা দেখে চালক দাদা বেশ খুশি হয়েছিলেন।
এই ছোট ছোট ভালো লাগার জন্য ও মুখে হাসি আসে।
এই ছবি গুলো তুলে মেয়েকে পাঠালাম, জানাতে যে ঠিক আছি। প্রতিবাদে আছি, চিৎকারে আছি। হাসি তেও আছি।
এত দূরে থাকে। সব কিছুর মধ্যেও মনটা ওর কাছে পরে থাকে।
যারা মা তারা বুঝবে।
✊❤️ | Posted on 05/Sep/2024 23:02:48

Swastika Mukherjee
Swastika Mukherjee

Check out the latest gallery of Swastika Mukherjee