আজ আন্তর্জাতিক পুরুষ দিবসে এটা দুপুরে ফেবুতে লিখেছিলাম..তারপর খেয়াল হল বেচারার ফেবুই নেই সেই কবে থেকে! 🥲 তার ওপর বাবু আজ শুটে ব্যস্ত! অন্য কোনোদিকে মন দেওয়ার সময় নেই..রাত ১২টার আগে ইন্সাটে একবার তো আসবেনই! তাড়াহুড়ো করে এডিট করতে করতে দেখি রাত ১০টা! রীচের কথা মাথা থেকে বের করে শুধু মাত্র তোমাদের পজিটিভ কমেন্টের কথা ভেবে সাহস করে এই রাতেই আপলোডালুম 🌻❤️🫠 সবাই ভালো থেকো.. ভালোবাসায় থেকো..✨
আমাদের পুজো 🌸❤️ এবছরটা সত্যিই অনেক অন্যরকম 🥺.. তোমাদের কেমন কাটছে 2024-এর পূজা?
ঠাকুরমার ঝুলিতেও পড়েছিলাম এই কন্যার গল্প..মনে আছে?
👻 আমি নিজেও জানি না কী থেকে কী হয়ে যাচ্ছে 🫥 ব্যাগ পার্টনারের সাথে সোলো ট্রিপ কী আমার দ্বারা আদৌ সম্ভব হবে?? 🫠
✨পাহাড়-সমুদ্র সবখানেই আদরে জড়িয়ে থেকো 🌸 আর সন্ধ্যা নামার মুখে আমায় নাম ধরে ডেকো 😌 @yourbongguy
চোখ ফোটার আগেই এ বেচারা গাছ থেকে ঝড়ে পড়ে যায়..তবে এখনও কিছু মানুষ নির্দয়-নিষ্ঠুর হওয়ার থেকে প্ৰশস্তহৃদয় হতেই বেশী ভালোবাসেন বলে বোধহয় পুচু শুধু প্রাণে বেঁচে আছে তা নয়.. ওর মনে মানুষের প্রতি অনেক বিশ্বাস অনেক ভালোবাসা তৈরি হয়েছে..❤️ ও নিজে থেকে হাতে কোলে বুকে এসে বসে.. ঠোঁটে ঠোঁট ঘষে দেয় 🤭 ভালোবাসা কেমন ভালোবাসতে শেখায়.. ভয়কে জয় করতে শেখায়.. তাইনা?