মানি যখন পুট্টাপার্থী তে হোস্টেল এ পড়ত, সপ্তাহে দুদিন ওদের oil put day ছিল। ফোন এ বলত – মা আজকে আমার oil put হয়েছে। আর ওয়ার্ডেন আন্টি বলেছেন জ্যাসমিন অয়েল না দিতে কারন we will get lice তাই শুধু কোকোনাট অয়েল। মানি কে যখন দেখতে যেতাম, দুটো লম্বা সুন্দর বিনুনি ঝুলিয়ে আসত, মাথায় নারকেল তেল দিয়ে পরিপাটি করে বাঁধা। আমিও ছোটবেলায় এবং বড় বেলায় যতদিন লম্বা চুল ছিল, মাথায় তেল লাগিয়ে সর্বত্র গেছি। সময়ের সঙ্গে কখন যে চুল এ তেল মাখা বা তেলা মাথায় বাড়ি থেকে বেরোনো টা গাইয়া ব্যাপার হয়ে গেল বুঝলাম না। মা মাসিরা তো সারাজীবন চুলে তেল দিয়ে অফিস, সংসার, বাজার, বেড়াতে যাওযা সবই করল। আজকাল সবাই পার্লার এ গিয়ে অয়েল ম্যাসাজ নিয়েই শ্যাম্পু করে ফেলে। বাড়ি তে তেল মাখার পাঠ চুকে গেছে। পুরো জীবনটাই কেমন শুধু ইনস্টাগ্রাম এ দেওয়া যাবে তো – তাহলেই হলো মার্কা হয়ে গেছে। রিসেন্টলি একটা কাজ এ পন্ডিচেরি গেছিলাম। ওরা এখনও কেমন নিজেদের স্বাভাবিক জীবনযাপন কে ধরে রেখেছে। সব করছে, বাড়িতে বাইরে কাজ, পড়াশুনো, আনন্দ হুল্লোর কিন্তু স্বাভাবিকতা রেখে। আমরা দিনেদিনে কেমন যেন একটা হয়ে যাচ্ছি আর এই শুধু লোক দেখানোর জন্য বেঁচে থাকা খুবই ক্লান্তিকর। সেদিন পন্ডিতে কাজ শেষে একটা আয়ুর্বেদিক জায়গায় গিয়ে খুব করে তেল মাখলাম। হলুদ ও মাখলাম। দোকানের মেয়েটি আমায় বারবার বলল – ম্যাম শ্যাম্পু করে নেবেন? ভাবলাম না করব না। মাথায় তেল থাকুক। এরম করেই প্লেন ধরে ফিরব। তাতে আমার স্টাইল স্টেটমেন্ট কতটা নষ্ট হয় দেখি। লোকে আমার দিকে – আমি অন্য গ্রহ থেকে এসছি মার্কা দেখছে কিনা তাও দেখি। পরের দিন হোটেল থেকে বেরোনোর সময় স্নান করে রেডি হচ্ছি, মানির সেই অয়েল পুট এর কথা মনে পরে গেল। আসলে এসবে কিছুই হয়না। তেল, শ্যাম্পু, মেকাপ, ব্র্যানডেড জামাকাপড় – আরমবর মাত্র। আমরা নিজেরাই নিজেদের নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকি। কে কোথায় কি পোস্ট করে ফেলল আর আমার করা হল না ব্যাস ওই টা করে ফেলার জন্য দে দৌড় – এই করছি আমরা। অন্তঃসার শুন্য হয়ে খালি বৈভব প্রকাশ করার কম্পিটিশন… যাগগে, দিব্যি লোক সমাজে ঘুরে বেড়িয়ে, অটো লাইন এ দাড়িয়ে মাথায় এক গাড়ি তেল নিয়ে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে এলাম। ইনস্টাগ্রাম এ ছবিও দিলাম। কিস্যু হলো না। আমি যে স্বস্তিকা মুখার্জি ছিলাম, তাই রইলাম। তেল মাথায় থাকলে যে দারুণ খোপা টা হয় সেটা বিশ্বের সবচেয়ে দামি জেল দিয়ে হয়না। এবার থেকে যখন ইচ্ছে হবে OIL PUT and DO খোপা OR বিনুনি and do whatever you want to do woman 💃🏽❤️
মানি যখন পুট্টাপার্থী তে হোস্টেল এ পড়ত, সপ্তাহে দুদিন ওদের oil put day ছিল। ফোন এ বলত – মা আজকে আমার oil put হয়েছে। আর ওয়ার্ডেন আন্টি বলেছেন জ্যাসমিন অয়েল না দিতে কারন we will get lice তাই শুধু কোকোনাট অয়েল। মানি কে যখন দেখতে যেতাম, দুটো লম্বা সুন্দর বিনুনি ঝুলিয়ে আসত, মাথায় নারকেল তেল দিয়ে পরিপাটি করে বাঁধা। আমিও ছোটবেলায় এবং বড় বেলায় যতদিন লম্বা চুল ছিল, মাথায় তেল লাগিয়ে সর্বত্র গেছি। সময়ের সঙ্গে কখন যে চুল এ তেল মাখা বা তেলা মাথায় বাড়ি থেকে বেরোনো টা গাইয়া ব্যাপার হয়ে গেল বুঝলাম না। মা মাসিরা তো সারাজীবন চুলে তেল দিয়ে অফিস, সংসার, বাজার, বেড়াতে যাওযা সবই করল। আজকাল সবাই পার্লার এ গিয়ে অয়েল ম্যাসাজ নিয়েই শ্যাম্পু করে ফেলে। বাড়ি তে তেল মাখার পাঠ চুকে গেছে। পুরো জীবনটাই কেমন শুধু ইনস্টাগ্রাম এ দেওয়া যাবে তো – তাহলেই হলো মার্কা হয়ে গেছে। রিসেন্টলি একটা কাজ এ পন্ডিচেরি গেছিলাম। ওরা এখনও কেমন নিজেদের স্বাভাবিক জীবনযাপন কে ধরে রেখেছে। সব করছে, বাড়িতে বাইরে কাজ, পড়াশুনো, আনন্দ হুল্লোর কিন্তু স্বাভাবিকতা রেখে। আমরা দিনেদিনে কেমন যেন একটা হয়ে যাচ্ছি আর এই শুধু লোক দেখানোর জন্য বেঁচে থাকা খুবই ক্লান্তিকর। সেদিন পন্ডিতে কাজ শেষে একটা আয়ুর্বেদিক জায়গায় গিয়ে খুব করে তেল মাখলাম। হলুদ ও মাখলাম। দোকানের মেয়েটি আমায় বারবার বলল – ম্যাম শ্যাম্পু করে নেবেন? ভাবলাম না করব না। মাথায় তেল থাকুক। এরম করেই প্লেন ধরে ফিরব। তাতে আমার স্টাইল স্টেটমেন্ট কতটা নষ্ট হয় দেখি। লোকে আমার দিকে – আমি অন্য গ্রহ থেকে এসছি মার্কা দেখছে কিনা তাও দেখি। পরের দিন হোটেল থেকে বেরোনোর সময় স্নান করে রেডি হচ্ছি, মানির সেই অয়েল পুট এর কথা মনে পরে গেল। আসলে এসবে কিছুই হয়না। তেল, শ্যাম্পু, মেকাপ, ব্র্যানডেড জামাকাপড় – আরমবর মাত্র। আমরা নিজেরাই নিজেদের নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকি। কে কোথায় কি পোস্ট করে ফেলল আর আমার করা হল না ব্যাস ওই টা করে ফেলার জন্য দে দৌড় – এই করছি আমরা। অন্তঃসার শুন্য হয়ে খালি বৈভব প্রকাশ করার কম্পিটিশন… যাগগে, দিব্যি লোক সমাজে ঘুরে বেড়িয়ে, অটো লাইন এ দাড়িয়ে মাথায় এক গাড়ি তেল নিয়ে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে এলাম। ইনস্টাগ্রাম এ ছবিও দিলাম। কিস্যু হলো না। আমি যে স্বস্তিকা মুখার্জি ছিলাম, তাই রইলাম। তেল মাথায় থাকলে যে দারুণ খোপা টা হয় সেটা বিশ্বের সবচেয়ে দামি জেল দিয়ে হয়না। এবার থেকে যখন ইচ্ছে হবে OIL PUT and DO খোপা OR বিনুনি and do whatever you want to do woman 💃🏽❤️
মানি যখন পুট্টাপার্থী তে হোস্টেল এ পড়ত, সপ্তাহে দুদিন ওদের oil put day ছিল। ফোন এ বলত – মা আজকে আমার oil put হয়েছে। আর ওয়ার্ডেন আন্টি বলেছেন জ্যাসমিন অয়েল না দিতে কারন we will get lice তাই শুধু কোকোনাট অয়েল। মানি কে যখন দেখতে যেতাম, দুটো লম্বা সুন্দর বিনুনি ঝুলিয়ে আসত, মাথায় নারকেল তেল দিয়ে পরিপাটি করে বাঁধা। আমিও ছোটবেলায় এবং বড় বেলায় যতদিন লম্বা চুল ছিল, মাথায় তেল লাগিয়ে সর্বত্র গেছি। সময়ের সঙ্গে কখন যে চুল এ তেল মাখা বা তেলা মাথায় বাড়ি থেকে বেরোনো টা গাইয়া ব্যাপার হয়ে গেল বুঝলাম না। মা মাসিরা তো সারাজীবন চুলে তেল দিয়ে অফিস, সংসার, বাজার, বেড়াতে যাওযা সবই করল। আজকাল সবাই পার্লার এ গিয়ে অয়েল ম্যাসাজ নিয়েই শ্যাম্পু করে ফেলে। বাড়ি তে তেল মাখার পাঠ চুকে গেছে। পুরো জীবনটাই কেমন শুধু ইনস্টাগ্রাম এ দেওয়া যাবে তো – তাহলেই হলো মার্কা হয়ে গেছে। রিসেন্টলি একটা কাজ এ পন্ডিচেরি গেছিলাম। ওরা এখনও কেমন নিজেদের স্বাভাবিক জীবনযাপন কে ধরে রেখেছে। সব করছে, বাড়িতে বাইরে কাজ, পড়াশুনো, আনন্দ হুল্লোর কিন্তু স্বাভাবিকতা রেখে। আমরা দিনেদিনে কেমন যেন একটা হয়ে যাচ্ছি আর এই শুধু লোক দেখানোর জন্য বেঁচে থাকা খুবই ক্লান্তিকর। সেদিন পন্ডিতে কাজ শেষে একটা আয়ুর্বেদিক জায়গায় গিয়ে খুব করে তেল মাখলাম। হলুদ ও মাখলাম। দোকানের মেয়েটি আমায় বারবার বলল – ম্যাম শ্যাম্পু করে নেবেন? ভাবলাম না করব না। মাথায় তেল থাকুক। এরম করেই প্লেন ধরে ফিরব। তাতে আমার স্টাইল স্টেটমেন্ট কতটা নষ্ট হয় দেখি। লোকে আমার দিকে – আমি অন্য গ্রহ থেকে এসছি মার্কা দেখছে কিনা তাও দেখি। পরের দিন হোটেল থেকে বেরোনোর সময় স্নান করে রেডি হচ্ছি, মানির সেই অয়েল পুট এর কথা মনে পরে গেল। আসলে এসবে কিছুই হয়না। তেল, শ্যাম্পু, মেকাপ, ব্র্যানডেড জামাকাপড় – আরমবর মাত্র। আমরা নিজেরাই নিজেদের নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকি। কে কোথায় কি পোস্ট করে ফেলল আর আমার করা হল না ব্যাস ওই টা করে ফেলার জন্য দে দৌড় – এই করছি আমরা। অন্তঃসার শুন্য হয়ে খালি বৈভব প্রকাশ করার কম্পিটিশন… যাগগে, দিব্যি লোক সমাজে ঘুরে বেড়িয়ে, অটো লাইন এ দাড়িয়ে মাথায় এক গাড়ি তেল নিয়ে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে এলাম। ইনস্টাগ্রাম এ ছবিও দিলাম। কিস্যু হলো না। আমি যে স্বস্তিকা মুখার্জি ছিলাম, তাই রইলাম। তেল মাথায় থাকলে যে দারুণ খোপা টা হয় সেটা বিশ্বের সবচেয়ে দামি জেল দিয়ে হয়না। এবার থেকে যখন ইচ্ছে হবে OIL PUT and DO খোপা OR বিনুনি and do whatever you want to do woman 💃🏽❤️
মানি যখন পুট্টাপার্থী তে হোস্টেল এ পড়ত, সপ্তাহে দুদিন ওদের oil put day ছিল। ফোন এ বলত – মা আজকে আমার oil put হয়েছে। আর ওয়ার্ডেন আন্টি বলেছেন জ্যাসমিন অয়েল না দিতে কারন we will get lice তাই শুধু কোকোনাট অয়েল। মানি কে যখন দেখতে যেতাম, দুটো লম্বা সুন্দর বিনুনি ঝুলিয়ে আসত, মাথায় নারকেল তেল দিয়ে পরিপাটি করে বাঁধা। আমিও ছোটবেলায় এবং বড় বেলায় যতদিন লম্বা চুল ছিল, মাথায় তেল লাগিয়ে সর্বত্র গেছি। সময়ের সঙ্গে কখন যে চুল এ তেল মাখা বা তেলা মাথায় বাড়ি থেকে বেরোনো টা গাইয়া ব্যাপার হয়ে গেল বুঝলাম না। মা মাসিরা তো সারাজীবন চুলে তেল দিয়ে অফিস, সংসার, বাজার, বেড়াতে যাওযা সবই করল। আজকাল সবাই পার্লার এ গিয়ে অয়েল ম্যাসাজ নিয়েই শ্যাম্পু করে ফেলে। বাড়ি তে তেল মাখার পাঠ চুকে গেছে। পুরো জীবনটাই কেমন শুধু ইনস্টাগ্রাম এ দেওয়া যাবে তো – তাহলেই হলো মার্কা হয়ে গেছে। রিসেন্টলি একটা কাজ এ পন্ডিচেরি গেছিলাম। ওরা এখনও কেমন নিজেদের স্বাভাবিক জীবনযাপন কে ধরে রেখেছে। সব করছে, বাড়িতে বাইরে কাজ, পড়াশুনো, আনন্দ হুল্লোর কিন্তু স্বাভাবিকতা রেখে। আমরা দিনেদিনে কেমন যেন একটা হয়ে যাচ্ছি আর এই শুধু লোক দেখানোর জন্য বেঁচে থাকা খুবই ক্লান্তিকর। সেদিন পন্ডিতে কাজ শেষে একটা আয়ুর্বেদিক জায়গায় গিয়ে খুব করে তেল মাখলাম। হলুদ ও মাখলাম। দোকানের মেয়েটি আমায় বারবার বলল – ম্যাম শ্যাম্পু করে নেবেন? ভাবলাম না করব না। মাথায় তেল থাকুক। এরম করেই প্লেন ধরে ফিরব। তাতে আমার স্টাইল স্টেটমেন্ট কতটা নষ্ট হয় দেখি। লোকে আমার দিকে – আমি অন্য গ্রহ থেকে এসছি মার্কা দেখছে কিনা তাও দেখি। পরের দিন হোটেল থেকে বেরোনোর সময় স্নান করে রেডি হচ্ছি, মানির সেই অয়েল পুট এর কথা মনে পরে গেল। আসলে এসবে কিছুই হয়না। তেল, শ্যাম্পু, মেকাপ, ব্র্যানডেড জামাকাপড় – আরমবর মাত্র। আমরা নিজেরাই নিজেদের নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকি। কে কোথায় কি পোস্ট করে ফেলল আর আমার করা হল না ব্যাস ওই টা করে ফেলার জন্য দে দৌড় – এই করছি আমরা। অন্তঃসার শুন্য হয়ে খালি বৈভব প্রকাশ করার কম্পিটিশন… যাগগে, দিব্যি লোক সমাজে ঘুরে বেড়িয়ে, অটো লাইন এ দাড়িয়ে মাথায় এক গাড়ি তেল নিয়ে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে এলাম। ইনস্টাগ্রাম এ ছবিও দিলাম। কিস্যু হলো না। আমি যে স্বস্তিকা মুখার্জি ছিলাম, তাই রইলাম। তেল মাথায় থাকলে যে দারুণ খোপা টা হয় সেটা বিশ্বের সবচেয়ে দামি জেল দিয়ে হয়না। এবার থেকে যখন ইচ্ছে হবে OIL PUT and DO খোপা OR বিনুনি and do whatever you want to do woman 💃🏽❤️
মানি যখন পুট্টাপার্থী তে হোস্টেল এ পড়ত, সপ্তাহে দুদিন ওদের oil put day ছিল। ফোন এ বলত – মা আজকে আমার oil put হয়েছে। আর ওয়ার্ডেন আন্টি বলেছেন জ্যাসমিন অয়েল না দিতে কারন we will get lice তাই শুধু কোকোনাট অয়েল। মানি কে যখন দেখতে যেতাম, দুটো লম্বা সুন্দর বিনুনি ঝুলিয়ে আসত, মাথায় নারকেল তেল দিয়ে পরিপাটি করে বাঁধা। আমিও ছোটবেলায় এবং বড় বেলায় যতদিন লম্বা চুল ছিল, মাথায় তেল লাগিয়ে সর্বত্র গেছি। সময়ের সঙ্গে কখন যে চুল এ তেল মাখা বা তেলা মাথায় বাড়ি থেকে বেরোনো টা গাইয়া ব্যাপার হয়ে গেল বুঝলাম না। মা মাসিরা তো সারাজীবন চুলে তেল দিয়ে অফিস, সংসার, বাজার, বেড়াতে যাওযা সবই করল। আজকাল সবাই পার্লার এ গিয়ে অয়েল ম্যাসাজ নিয়েই শ্যাম্পু করে ফেলে। বাড়ি তে তেল মাখার পাঠ চুকে গেছে। পুরো জীবনটাই কেমন শুধু ইনস্টাগ্রাম এ দেওয়া যাবে তো – তাহলেই হলো মার্কা হয়ে গেছে। রিসেন্টলি একটা কাজ এ পন্ডিচেরি গেছিলাম। ওরা এখনও কেমন নিজেদের স্বাভাবিক জীবনযাপন কে ধরে রেখেছে। সব করছে, বাড়িতে বাইরে কাজ, পড়াশুনো, আনন্দ হুল্লোর কিন্তু স্বাভাবিকতা রেখে। আমরা দিনেদিনে কেমন যেন একটা হয়ে যাচ্ছি আর এই শুধু লোক দেখানোর জন্য বেঁচে থাকা খুবই ক্লান্তিকর। সেদিন পন্ডিতে কাজ শেষে একটা আয়ুর্বেদিক জায়গায় গিয়ে খুব করে তেল মাখলাম। হলুদ ও মাখলাম। দোকানের মেয়েটি আমায় বারবার বলল – ম্যাম শ্যাম্পু করে নেবেন? ভাবলাম না করব না। মাথায় তেল থাকুক। এরম করেই প্লেন ধরে ফিরব। তাতে আমার স্টাইল স্টেটমেন্ট কতটা নষ্ট হয় দেখি। লোকে আমার দিকে – আমি অন্য গ্রহ থেকে এসছি মার্কা দেখছে কিনা তাও দেখি। পরের দিন হোটেল থেকে বেরোনোর সময় স্নান করে রেডি হচ্ছি, মানির সেই অয়েল পুট এর কথা মনে পরে গেল। আসলে এসবে কিছুই হয়না। তেল, শ্যাম্পু, মেকাপ, ব্র্যানডেড জামাকাপড় – আরমবর মাত্র। আমরা নিজেরাই নিজেদের নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকি। কে কোথায় কি পোস্ট করে ফেলল আর আমার করা হল না ব্যাস ওই টা করে ফেলার জন্য দে দৌড় – এই করছি আমরা। অন্তঃসার শুন্য হয়ে খালি বৈভব প্রকাশ করার কম্পিটিশন… যাগগে, দিব্যি লোক সমাজে ঘুরে বেড়িয়ে, অটো লাইন এ দাড়িয়ে মাথায় এক গাড়ি তেল নিয়ে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে এলাম। ইনস্টাগ্রাম এ ছবিও দিলাম। কিস্যু হলো না। আমি যে স্বস্তিকা মুখার্জি ছিলাম, তাই রইলাম। তেল মাথায় থাকলে যে দারুণ খোপা টা হয় সেটা বিশ্বের সবচেয়ে দামি জেল দিয়ে হয়না। এবার থেকে যখন ইচ্ছে হবে OIL PUT and DO খোপা OR বিনুনি and do whatever you want to do woman 💃🏽❤️
মানি যখন পুট্টাপার্থী তে হোস্টেল এ পড়ত, সপ্তাহে দুদিন ওদের oil put day ছিল। ফোন এ বলত – মা আজকে আমার oil put হয়েছে। আর ওয়ার্ডেন আন্টি বলেছেন জ্যাসমিন অয়েল না দিতে কারন we will get lice তাই শুধু কোকোনাট অয়েল। মানি কে যখন দেখতে যেতাম, দুটো লম্বা সুন্দর বিনুনি ঝুলিয়ে আসত, মাথায় নারকেল তেল দিয়ে পরিপাটি করে বাঁধা। আমিও ছোটবেলায় এবং বড় বেলায় যতদিন লম্বা চুল ছিল, মাথায় তেল লাগিয়ে সর্বত্র গেছি। সময়ের সঙ্গে কখন যে চুল এ তেল মাখা বা তেলা মাথায় বাড়ি থেকে বেরোনো টা গাইয়া ব্যাপার হয়ে গেল বুঝলাম না। মা মাসিরা তো সারাজীবন চুলে তেল দিয়ে অফিস, সংসার, বাজার, বেড়াতে যাওযা সবই করল। আজকাল সবাই পার্লার এ গিয়ে অয়েল ম্যাসাজ নিয়েই শ্যাম্পু করে ফেলে। বাড়ি তে তেল মাখার পাঠ চুকে গেছে। পুরো জীবনটাই কেমন শুধু ইনস্টাগ্রাম এ দেওয়া যাবে তো – তাহলেই হলো মার্কা হয়ে গেছে। রিসেন্টলি একটা কাজ এ পন্ডিচেরি গেছিলাম। ওরা এখনও কেমন নিজেদের স্বাভাবিক জীবনযাপন কে ধরে রেখেছে। সব করছে, বাড়িতে বাইরে কাজ, পড়াশুনো, আনন্দ হুল্লোর কিন্তু স্বাভাবিকতা রেখে। আমরা দিনেদিনে কেমন যেন একটা হয়ে যাচ্ছি আর এই শুধু লোক দেখানোর জন্য বেঁচে থাকা খুবই ক্লান্তিকর। সেদিন পন্ডিতে কাজ শেষে একটা আয়ুর্বেদিক জায়গায় গিয়ে খুব করে তেল মাখলাম। হলুদ ও মাখলাম। দোকানের মেয়েটি আমায় বারবার বলল – ম্যাম শ্যাম্পু করে নেবেন? ভাবলাম না করব না। মাথায় তেল থাকুক। এরম করেই প্লেন ধরে ফিরব। তাতে আমার স্টাইল স্টেটমেন্ট কতটা নষ্ট হয় দেখি। লোকে আমার দিকে – আমি অন্য গ্রহ থেকে এসছি মার্কা দেখছে কিনা তাও দেখি। পরের দিন হোটেল থেকে বেরোনোর সময় স্নান করে রেডি হচ্ছি, মানির সেই অয়েল পুট এর কথা মনে পরে গেল। আসলে এসবে কিছুই হয়না। তেল, শ্যাম্পু, মেকাপ, ব্র্যানডেড জামাকাপড় – আরমবর মাত্র। আমরা নিজেরাই নিজেদের নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকি। কে কোথায় কি পোস্ট করে ফেলল আর আমার করা হল না ব্যাস ওই টা করে ফেলার জন্য দে দৌড় – এই করছি আমরা। অন্তঃসার শুন্য হয়ে খালি বৈভব প্রকাশ করার কম্পিটিশন… যাগগে, দিব্যি লোক সমাজে ঘুরে বেড়িয়ে, অটো লাইন এ দাড়িয়ে মাথায় এক গাড়ি তেল নিয়ে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে এলাম। ইনস্টাগ্রাম এ ছবিও দিলাম। কিস্যু হলো না। আমি যে স্বস্তিকা মুখার্জি ছিলাম, তাই রইলাম। তেল মাথায় থাকলে যে দারুণ খোপা টা হয় সেটা বিশ্বের সবচেয়ে দামি জেল দিয়ে হয়না। এবার থেকে যখন ইচ্ছে হবে OIL PUT and DO খোপা OR বিনুনি and do whatever you want to do woman 💃🏽❤️
#FilmfareExclusive: #SwastikaMukherjee reveals her daughter approved of #Jeet as she opened up about her past relationships. Watch the actress’ most candid interview with Filmfare’s Editor-in-Chief Jitesh Pillaai on our YouTube channel. #Trending
Kolkata has always held a special place in its heart for its furry street residents. However, with apartment restrictions and busy lifestyles, traditional pet adoption isn’t always an option. Enter passive adoption – a growing trend where animal lovers provide food, medical care, and financial support to strays, without bringing them into their homes. #passiveadoption #swastikamukherjee #mimichakraborty #kolkata #furbabies
waiting in the vanity for HMU – browsing through phone gallery – finding some good photos – thus sharing 💚🩷 2 am call times = death 💀
waiting in the vanity for HMU – browsing through phone gallery – finding some good photos – thus sharing 💚🩷 2 am call times = death 💀
waiting in the vanity for HMU – browsing through phone gallery – finding some good photos – thus sharing 💚🩷 2 am call times = death 💀
waiting in the vanity for HMU – browsing through phone gallery – finding some good photos – thus sharing 💚🩷 2 am call times = death 💀
waiting in the vanity for HMU – browsing through phone gallery – finding some good photos – thus sharing 💚🩷 2 am call times = death 💀
waiting in the vanity for HMU – browsing through phone gallery – finding some good photos – thus sharing 💚🩷 2 am call times = death 💀
Vanakkam 🌸❤️
Step into summer, wearing the perfect outfit that speaks your style! 🤩 Whether it’s the vibrant colors or the effortless flow, this summer, style is ALL ABOUT YOU ✨ Embrace the season and wear it with pride! 😌 Connect with us – 📞 91 98746 44886 ✉️[email protected] 📍 104, near Shantinagar Bridge, Bansdroni Government Colony, Tollygunge, Kolkata, West Bengal 700070 #grooming #groomingcompany #allaboutyou #lookgood #feelgood
Heartbreaking and Horrifying! A pregnant elephant was brutally poached for its meat in the East Aprikula Proposed Reserve Forest near the Assam-Meghalaya border. Her decomposed body, discovered deep in the Sonapur Forest Range, suggests she was killed nearly 15 days ago. She was carrying life inside her, yet humans showed no mercy. Two individuals have been arrested with weapons and elephant meat, suspected to be involved in this horrific act of poaching. How long will we let greed and cruelty destroy our wildlife? A mother and her unborn child were stolen from this world in the most brutal way. We demand strict action against the culprits! Justice must be served! . . . . #stoppoaching #WildlifeCrime #meghalaya #assamdiaries #streetdogsofbombay #speakforthevoiceless #stopanimalcruelty #AnimalWelfare #animalsofinstagram
Respect the Wild: Responsible Wildlife Tourism is the Need of the Hour! In Assam’s Manas National Park, a one-horned rhino has been aggressively chasing tourist vehicles. But who is really at fault? Wild animals have a tolerance level too—constant human interference, loud noises, and reckless safari behavior push them to their limits. In places like Masai Mara, Kenya, strict regulations ensure tourists respect wildlife—getting down from a vehicle or making noise results in immediate penalties. Why don’t we have such rules in India? Irresponsible tourism not only endangers animals but also puts humans at risk. It’s time for stricter guidelines—safe distances, noise control, and severe penalties for rule-breakers. Wildlife reserves are for the animals first, not for our entertainment. The government must act now to protect them before it’s too late! . . . #streetdogsofbombay #animalwelfare #stopanimalcruelty #stopanimalabuse #wildlifeprotection #WildAndFree #wildlifebelongsinthewild #wildanimals
Here goes the teaser for #DurgapurJunction, back onscreen with the fantabulous @swastikamukherjee13 after 9 years of #ShahebBibiGolaam and what a journey has it been. Take love @arindambhattacharya2021 ‘s next after #Shibpur, shot by the brilliant @prosenjit_c and edited by #SujoyDuttaRoy. And some superb co actors that we have to mention, @echoinsta @raazdipsorcar #PradeepDhar and others. Music by @trimusicind, in collaboration with @rupamislam @iman_chakraborty
এই গান টার সঙ্গে পুরো এসোসিয়েশন টাই মা কেন্দ্রিক। প্রতিমা বন্দ্যোপাধ্যায় আমার মা এর সবচেয়ে প্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম। আর বাবার সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায় এর প্রাণের সম্পর্ক থাকার ফলে বাবার কাছ থেকে প্রতিমা বন্দ্যোপাধ্যায় এর অনেক রেকর্ডিং এর গল্প শুনেছি। অমন সরল ভাবে হারমোনিয়াম বাজিয়ে চোখ বুঝে এত অন্তর দিয়ে গান গাইতেন, শুনলে চোখ এমনি ভিজে যায়। বম্বের বাড়িতে আমরা ৩ জন থাকি। দীপু (দীপ্তার্ক বোস), রিক (রিকভেদ মুখার্জি) আর আমি। এই বাড়ি টার সঙ্গে দীপুর মিউজিক, গান, পিয়ানো, গিটার, অন্যান্য বাদ্য যন্ত্র জড়িয়ে আছে। ঘুমোতে যাই যখন বা উঠি, কিছু না কিছু সুর মায়া জড়ানো মলম এর মতন কাজ করে। সেদিন রাতে ঘুমিয়ে পড়বো পড়বো, সাবিত্রী কে কাছে টেনে, মাথায় বালিশ দিচ্ছি, হটাৎ কানে একটা সুর ভেসে এলো। মাঝ রাতে আলো আঁধারে মা এর প্রিয় গান টার সুর শুনে ভাবছি আমার মাথায় গান টা ঘুরছিল বোধহয়। তারপর ভাবলাম ঘুমের ওষুধের জেরে হয়তো মনে হচ্ছে এই সুর টা শুনছি, আসলে শুনছি না। পরক্ষণেই ভাবলাম মা কি এলো তবে কিছু জানান দিতে? সেই কোন ছোটবেলা থেকে গানটা শুনেছি, মা চলে গেছে ১০ বছর হলো, তারপর তো আর শোনা হয়নি, হটাৎ করে এই গান টা ভেসে আসছে কোথা থেকে? দীপু একটা হিন্দি ওয়েব সিরিজ এর মিউজিক এর কাজ করছে, অনেক এপিসোড, প্রচুর কাজ এর চাপ চলছে, ও তার মধ্যে এই গানটা তুলে গাইছে এটা হতেই পারেনা তাই এটা ভাবনাতেও আসেনি। মা বোধহয় এলো তবে এমন মন নিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘরের দরজা বন্ধ, দীপুর ঘরে ও দরজায় খিল, আভাস একটা আসছে কিন্তু… পরদিন সকালে উঠে শুনি সেই সুর। লাফ দিয়ে উঠে দীপুর দরজায় কড়া নেড়ে দেখি ওই গাইছে। আমায় বলে – স্বস্তিকা দি, কি গান গো এটা, প্রথমবার শুনে আমি কেঁদে কেটে একশা, তারপর দেখ এত কাজের মধ্যেও গানটা না তুলে পারলাম না। কিছুটা তুলেছি শুনবে? আমার তো এক মুহূর্তে গোটা ছোটবেলাটা, মা এর গলায় গান টা, ফিলিপস এর রেডিওতে ক্যাসেট টা, মায়ের টা শুনে শুনে আমার গান তোলাটা, আর প্রত্যেকবার, প্রতিবার হাপুস নয়নে কাঁদাটা মনে পরে গেল। দীপু কে বললাম, গানটা আমার মুখস্ত কিন্তু ভয়ে গাই না, ভয়ে শুনিওনা, মায়ের মুখটা মনে পড়লে কেঁদে মরে যাব। এক যুগ পর শুনছি। কি ভালো গেয়েছিস। দীপু নিজের মতন করে গেয়েছে, ও এত দারুণ মিউজিশিয়ান, নিজের একটা ছোঁয়া ও রেখেছে।সেটাই তো শিল্পীদের কাজ, যাই করি নিজেদের একটা সই তো রাখতেই হবে। বাঁশ বাগানের মাথার ওপর ওঠা চাঁদটা মায়েদের জন্য… মাগো আমার ❤️
Chikki After a devastating accident paralyzed her hind legs, Chikki was advised to be euthanized. But she refused to give up, and with the right medical care and a custom-made cart, she regained her spirit. Today, Chikki thrives as a resident at MH14 Animal Hospital, enjoying her own special space Chikki Villa where she takes peaceful afternoon naps. Virtually adopt CHIKKI 🐕 for just Rs. 3600 every month! (Covers food, dressing, bedding & medical expenses) What do you get in return? 80G tax benefit Her cute pictures and videos Free licks from her when you come to visit her Your photo in her room . . . . . #explorepage #fyp #foryou #instagood #instadaily #reelitfeelit #reelsinstagram #viral #dogsofinstagram #rescue #animalrescue #savethestrays #indiandogs #adoptdontshop #MH14AnimalHospital #pune #dogsofinstagram #fypppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp #trendingreels
#DurgapurJunction – Teaser drops on 27th March, 6pm at Acropolis Mall ( Kasba ). দেখা হচ্ছে, আপনাদের সাথে। ❤️
These two innocent dogs have endured unimaginable pain, yet they still hold on to hope. With your support, we can give them the medical care, comfort, and love they need to heal. Every donation, no matter how small, brings them closer to a safer, happier life. Please stand with us in giving them a second chance. Please help ! Paytm/googlepay/phonepay :- 9560720817 Paypal :- PayPal.me/nainycratty Bank details 🏦 Naya jeevan animal trust Acc :- 50200088964557 IFSC :- HDFC0006645 #help #sos
These two innocent dogs have endured unimaginable pain, yet they still hold on to hope. With your support, we can give them the medical care, comfort, and love they need to heal. Every donation, no matter how small, brings them closer to a safer, happier life. Please stand with us in giving them a second chance. Please help ! Paytm/googlepay/phonepay :- 9560720817 Paypal :- PayPal.me/nainycratty Bank details 🏦 Naya jeevan animal trust Acc :- 50200088964557 IFSC :- HDFC0006645 #help #sos