Swastika Mukherjee

Swastika Mukherjee Instagram – মানি যখন পুট্টাপার্থী তে হোস্টেল এ পড়ত, সপ্তাহে দুদিন ওদের oil put day ছিল।
ফোন এ বলত – মা আজকে আমার oil put হয়েছে। আর ওয়ার্ডেন আন্টি বলেছেন জ্যাসমিন অয়েল না দিতে কারন we will get lice তাই শুধু কোকোনাট অয়েল।
মানি কে যখন দেখতে যেতাম, দুটো লম্বা সুন্দর বিনুনি ঝুলিয়ে আসত, মাথায় নারকেল তেল দিয়ে পরিপাটি করে বাঁধা।
আমিও ছোটবেলায় এবং বড় বেলায় যতদিন লম্বা চুল ছিল, মাথায় তেল লাগিয়ে সর্বত্র গেছি।
সময়ের সঙ্গে কখন যে চুল এ তেল মাখা বা তেলা মাথায় বাড়ি থেকে বেরোনো টা গাইয়া ব্যাপার হয়ে গেল বুঝলাম না।
মা মাসিরা তো সারাজীবন চুলে তেল দিয়ে অফিস, সংসার, বাজার, বেড়াতে যাওযা সবই করল।
আজকাল সবাই পার্লার এ গিয়ে অয়েল ম্যাসাজ নিয়েই শ্যাম্পু করে ফেলে। বাড়ি তে তেল মাখার পাঠ চুকে গেছে।
পুরো জীবনটাই কেমন শুধু ইনস্টাগ্রাম এ দেওয়া যাবে তো – তাহলেই হলো মার্কা হয়ে গেছে।
রিসেন্টলি একটা কাজ এ পন্ডিচেরি গেছিলাম। ওরা এখনও কেমন নিজেদের স্বাভাবিক জীবনযাপন কে ধরে রেখেছে। সব করছে, বাড়িতে বাইরে কাজ, পড়াশুনো, আনন্দ হুল্লোর কিন্তু স্বাভাবিকতা রেখে।
আমরা দিনেদিনে কেমন যেন একটা হয়ে যাচ্ছি আর এই শুধু লোক দেখানোর জন্য বেঁচে থাকা খুবই ক্লান্তিকর।
সেদিন পন্ডিতে কাজ শেষে একটা আয়ুর্বেদিক জায়গায় গিয়ে খুব করে তেল মাখলাম। হলুদ ও মাখলাম। দোকানের মেয়েটি আমায় বারবার বলল – ম্যাম শ্যাম্পু করে নেবেন? ভাবলাম না করব না। মাথায় তেল থাকুক। এরম করেই প্লেন ধরে ফিরব। তাতে আমার স্টাইল স্টেটমেন্ট কতটা নষ্ট হয় দেখি। লোকে আমার দিকে – আমি অন্য গ্রহ থেকে এসছি মার্কা দেখছে কিনা তাও দেখি।
পরের দিন হোটেল থেকে বেরোনোর সময় স্নান করে রেডি হচ্ছি, মানির সেই অয়েল পুট এর কথা মনে পরে গেল।
আসলে এসবে কিছুই হয়না। তেল, শ‍্যাম্পু, মেকাপ, ব্র‍্যানডেড জামাকাপড় – আরমবর মাত্র। আমরা নিজেরাই নিজেদের নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকি। কে কোথায় কি পোস্ট করে ফেলল আর আমার করা হল না ব‍্যাস ওই টা করে ফেলার জন‍্য দে দৌড় – এই করছি আমরা।
অন্তঃসার শুন‍্য হয়ে খালি বৈভব প্রকাশ করার কম্পিটিশন…
যাগগে, দিব্যি লোক সমাজে ঘুরে বেড়িয়ে, অটো লাইন এ দাড়িয়ে মাথায় এক গাড়ি তেল নিয়ে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে এলাম।
ইনস্টাগ্রাম এ ছবিও দিলাম। কিস্যু হলো না।
আমি যে স্বস্তিকা মুখার্জি ছিলাম, তাই রইলাম।
তেল মাথায় থাকলে যে দারুণ খোপা টা হয় সেটা বিশ্বের সবচেয়ে দামি জেল দিয়ে হয়না।
এবার থেকে যখন ইচ্ছে হবে OIL PUT and DO খোপা OR বিনুনি and do whatever you want to do woman 💃🏽❤️ | Posted on 26/Mar/2025 17:25:25

Swastika Mukherjee
Swastika Mukherjee

Check out the latest gallery of Swastika Mukherjee