Shreema Bhattacherjee Instagram – কোনো এক পাহাড়ি গ্রামে তোমার আমার দেখা,
তোমায় ভুলতে চাইনা বলেই,
আজ আমার পদ্য লেখা!
যদিও তখন তোমার নাম জানিনা,
প্রথম দেখায় ভালোবাসব তাও মানিনা ।
তবুও তোমার চোখে জাদু,
আমার কাছে এগিয়ে এসে দুঃখ কেড়ে নিলো।
কত গল্প বললাম তোমায়,
তুমি সেটা মন দিয়ে শুনলেও!
অথচ এভাবে অতিথি কে ভালোবাসা যায়,
তোমায় না দেখলে জানতাম না।
ভদলু ছানা নাম পেয়ে তোমার কত না হাসি।
একটু খাবার আর ভালোবাসা ছাড়া দেওয়ার কিছু নেই!
তাই ক্ষমা চাইলাম,,,
তোমায় মনে রাখব এই কথা দিয়ে বিদায় জানালাম ♥️🐾 | Posted on 01/Apr/2025 21:03:22